
প্রকাশিত: Tue, May 28, 2024 3:37 PM আপডেট: Wed, Apr 30, 2025 4:42 AM
বাংলাদেশের খুনিদের প্রতিভায় নাকাল কলকাতার গোয়েন্দারা!
ফজলুল বারী
বাংলাদেশের খুনিদের প্রতিভায় নাকাল কলকাতার গোয়েন্দারা। এমপি আনোয়ারুলের লাশ কসাই দিয়ে টুকরো টুকরো কেটে কিমা বানিয়ে এমনভাবে ছড়িয়ে ফেলা হয়েছে যে মৃতের কোনো প্রমাণই কেউ পাচ্ছে না। লাশ না পাওয়ায় আসন শূন্য ঘোষণা করতে পারছে না নির্বাচন কমিশন। তলে তলে খুনিদের পক্ষে হয়তো তৈরি হচ্ছেন কোনো এক উকিল। কোনো একদিন কোর্টে দাঁড়িয়ে বলবেন, খুনের গল্পটিই কল্পকথা ইয়োর অনার। খুন হলে তো লাশ থাকতো। আনোয়ারুলের মেয়ে ফেসবুকে লিখেছেন, বাবার সঙ্গে তারও নাকি কলকাতা যাবার কথা ছিল। ভিসা না থাকায় যেতে পারেননি। বোকা মেয়ে ভিসা থাকলেও কলকাতা গেলেও তিনি হোটেলেই বসে থাকতেন। কারণ যেখানে শিলাস্তি রহমান নামের একটি চরিত্র ছিল সেখানে বাপ কী আর মেয়েকে সঙ্গে নিয়ে সেই ফ্লাটে যেতেন? তুমি থাকো মা, আমি একটা জরুরি কাজ সেরে আসি বলে মেয়েকে হোটেলেই রেখে যেতেন আনোয়ারুল। শিলাস্তি জাতীয়দের প্রতি তার দুর্বলতা জেনেই খুনের প্লট সেভাবে সাজিয়েছেন তার দীর্ঘদিনের বন্ধু। আর বাংলাদেশ জানতে পাচ্ছে কারা এখন তাদের এমপি হয়। লেখক: অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক। ফেসবুক থেকে
আরও সংবাদ
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
মতিউর প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৩ ব্যাচের বন্ধুদের গ্রুপে সৎ জীবন যাপনের উপদেশ দিতেন!

চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে

‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!

কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!

সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি

ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
